অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাছাইয়ে এ গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের নারী ফুটবলার
ফাইল ছবি

আজ বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের ড্র। এই চ্যাম্পিয়নশিপই ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের এশিয়ার বাছাই পর্ব।

ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জাপান ও স্বাগতিক থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে পড়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম।

আগামী বছর ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের এই বিশ্বকাপ। ভারত বাছাইয়ের প্রথম রাউন্ড থেকে বাদ পড়লেও এখন স্বাগতিক হিসেবে খেলবে বিশ্বকাপে।

universel cardiac hospital

১৫ থেকে ২৮ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব থেকে ২টি দল টিকিট পাবে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। বাংলাদেশ এশিয়ার সেরা আট থেকে সেরা দুইয়ে জায়গা করে নেয়ার লক্ষ্যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে