‘নিষেধাজ্ঞার জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক’

ডেস্ক রিপোর্ট

এস-৪০০

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আমেরিকার দেয়া সময়সীমা মানবে না তার দেশ বরং মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে আংকারা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্ককে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিল না করলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেবে ওয়াশিংটন। এরপর গতকাল তুর্কি প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করলেন।

কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনবিসি টেলিভিশন চ্যানেল রিপোর্ট করেছে, যদি তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ গ্রহণ করে তাহলে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান হতে বঞ্চিত হবে। তুরস্ক ১০০টি এফ-৩৫ বিমান কেনার অর্ডার দিয়েছে।

শুধু তাই নয়, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট থেকেও তুরস্ককে বহিষ্কার করা হতে পারে বলে সিএনবিসি জানিয়েছে।

রাশিয়া থেকে এস-৪০০ কেনার জন্য তুরস্ক আড়াইশ কোটি ডলারের চুক্তি করেছে। আগামী জুলাই মাস থেকে রাশিয়া এস-৪০০ সরবরাহ করবে বলে কথা রয়েছে

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে