কুষ্টিয়ার খোকসা উপজেলা বাজারে অভিযান চালিয়ে এক গুড় ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, অপরিস্কার পরিবেশে গুড় তৈরি হচ্ছিল। অভিযান চালিয়ে গুড়ের মধ্যে টিকটিকি, তেলাপোকা, খাবার অযোগ্য ফিটকিরি, চিটাগুড়, পোকামাকড় ও মাছি পাওয়া গেছে। এ কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯–এর ৪২ ও ৪৩ ধারায় দুই লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় হয়েছে।
বাজারের গুড় ব্যবসায়ী (দোজালী) দিলীপ ট্রেডার্সের মালিক রাজকুমার বিশ্বাসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও অবৈধ উপকরণ ব্যবহার করে গুড় তৈরি করে আসছিল দিলীপ ট্রেডার্স। আখের গুড় ও পাতলা গুড় তৈরির কারখানায় চিনি, পানি, ফিটকিরি, রং ও রাসায়নিক উপকরণ মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। প্রতিদিন শতাধিক মণ গুড় তৈরি করে জেলার বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল।
- আর পড়ুন, তথ্য গোপন করে জামিন আবেদন করায় দুই আসামিকে জরিমানা
- আর পড়ুন, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৪
জেলা ও উপজেলা স্যানিটারি পরিদর্শক ও পুলিশের উপস্থিতিতে খাবার অযোগ্য গুড় নষ্ট করে ফেলা হয়।