দুর্নীতির মামলা থেকে খালাস পেতে এবং সুপ্রিমকোর্টের ক্ষমতা খর্ব করার অপচেষ্টার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে।
ইহুদিবাদী দেশটির বাণিজ্যিক শহর তেলআবিবে গতকাল শনিবার ওই বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। খবর বয়টার্সের।
প্রায় ৮০ হাজার মানুষ ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। এতে সব রাজনৈতিক অনুসারী শরিক হয়।
- আরও পড়ুন >> ‘ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত’
গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে।
এসব মামলা থেকে রেহাই পেতেই অন্যাভাবে দেশটির পার্লামেন্টকে কাজে লাগিয়ে সুপ্রিমকোর্টের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।