৩০ মে থেকে বন্ধ হবে ইউটিউবের গেইমিং অ্যাপ

ডেস্ক রিপোর্ট

ইউটিউবের আলাদা গেইমিং অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে আগামী ৩০ মে।

গত বছরই গুগল জানায় যে তারা আলাদা গেইমিং অ্যাপ বন্ধ করে দেবে। গেইমিং সেকশন এখন ইউটিউবের মূল অ্যাপেই আছে। তাই আলাদা করে ইউটিউব গেইমিং অ্যাপ রাখার প্রয়োজন দেখেনি গুগল মালিকানাধীন ইউটিউব।

universel cardiac hospital

ইউটিউবের গেইমিং অ্যাপটি চালু করা হয় ২০১৫ সালে। সে সময় অ্যামাজনের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ গেইমারদের কাছে সবে জনপ্রিয়তা পেতে শুরু করেছিল। টুইচকে টেক্কা দিতেই তখন আলাদাভাবে ইউটিউব গেইমিং অ্যাপ চালু করা হয়।

তবে টুইচের কাছে পাত্তা পায়নি অ্যাপটি। এরপরই অ্যাপটির ফিচারগুলো ইউটিউবের গেইমিং সেকশনে যুক্ত করে মূল অ্যাপটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

ইউটিউব গেইমিং অ্যাপটি বন্ধ হয়ে গেলে এর ব্যবহারকারীরা মূল অ্যাপের গেইমিং সেকশনে ঢুকতে বাধ্য হবেন।

ইউটিউবের গেইমিং সেকশনটিতে গেইম খেলার ভিডিও আপলোড করার পাশাপাশি লাইভ স্ট্রিমিং করা যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে