মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহ্যার চেষ্টা করেন এক ব্যক্তি। হোয়াইট হাউসের দক্ষিণে ওয়ান ওয়াশিংটন মসের কাছে ফিফথ অ্যাভেনিউ এবং কনস্টিটিউশন অ্যাভেনিউয়ের মোড়ে এলিপসে এই ঘটনা ঘটে।
হোয়াইট হাউসের নিরাপত্তা বিভাগের তরফে জানানো হয়েছে, হোয়াইট হাউসের দক্ষিণে ওয়ান ওয়াশিংটন মসের কাছে ফিফথ অ্যাভেনিউ এবং কনস্টিটিউশন অ্যাভেনিউয়ের মোড়ে এলিপসে এই ঘটনা ঘটে।
- আরও পড়ুন>> মোদি সরকারের শপথ গ্রহণ
মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যান ওই ব্যক্তি। যদিও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও কি কারণে তিনি এই কাজ করলেন, তা যানা যায়নি।
এর আগে গত ১২ এপ্রিল হোয়াইট হাউসের গেটের সামনে ধারে হুইল চেয়ারের মতো দেখতে একটি ইলেকট্রিক স্কুটারে চেপে একজন তার জ্যাকেটে আগুন ধরিয়েছিলেন।