এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল ১ জুন

স্টাফ রিপোর্টার

এসএসসি পরীক্ষা
ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামী ১ জুন প্রকাশিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, শনিবার একযোগে দেশের ৮টি সাধারণ বোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর এসএসসি পরীক্ষায় সারাদেশে খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা পড়েছে তিন লাখ ৬৯ হাজার। প্রতিটি খাতা বাবদ শিক্ষার্থীদের ১২৫ টাকা ফি দিতে হয়েছে। সেই হিসেবে পুনঃনিরীক্ষণের খাতা থেকেই বোর্ডগুলোর প্রায় সাড়ে চার কোটি টাকা আয় হয়েছে।

universel cardiac hospital

এ বছরের এসএসসি পরীক্ষায় শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই খাতা পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে এক লাখ ৪০ হাজার ৯২৩টি। আর ৫৮ হাজার ৭০ জন হলেন আবেদনকারী।

প্রসঙ্গত, গেল ৬ মে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল। ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন হলেন উত্তীর্ণ পরীক্ষার্থী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে