১৭ ওভারে ১০০ ছাড়ালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

তামিমকে আউট করে ফেলুকায়োর উল্লাস- ছবি : টুইটার

টসে হার এবং ব্যাটিং পাওয়া বাংলাদেশের বিপক্ষে গেছে। তবে শুরুতে একটু দেখে খেললে ওভালে বড় রান উঠবে বলেই আভাস। বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকারও ভালো শুরু করেন। দু’জনে পঞ্চাশ রানের জুটি গড়েন। এরপর ফিরে যান তামিম। দারুণ খেলতে থাকা সৌম্যও কাটা পড়েন বাউন্সারে। পরে সাকিব-মুশফিকে এগোচ্ছে দল।

সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে। তামিম ১৬ রানে আন্দালি ফেলুকায়োর বলে আউট হন। সৌম্য ৩০ বলে ৪২ করে ক্যাচ দেন। ক্রিজে থাকা সাকিব আল হাসান ২৭ এবং মুশফিকুর রহিম ১১ রানে ক্রিজে আছেন।

এর আগে দলের অনুশীলনে তামিম ইকবাল চোট পান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিট হয়েই খেলছেন তিনি। একাদশে জায়গা পাননি সাব্বির রহমান। তার জায়গায় খেলছেন মোসাদ্দেক হোসেন। পিঠের ইনজুরিতে থাকা সাইফউদ্দিনও চোট কাটিয়ে ফিরেছেন দলে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, রেসি ভ্যান ডার ডোসেন, জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে