বিএনপি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ : কাদের

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে সরকার ও আদালতের উপর চাপ প্রয়োগে বিএনপি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

universel cardiac hospital

ওবায়দুল কাদের সাংবাদিকদের মাধ্যমে বিএনপির নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আপনাদের দলের চেয়ারপারসন কারাগারে বন্দি। আপনারা তাঁর মুক্তির জন্য রাজনৈতিকভাবে কী কর্মসূচি পালন করেছেন? আপনারা সরকার ও আদালতের ওপর কতটা চাপ প্রয়োগ করতে পেরেছেন? আপনারা কি চরমভাবে ব্যর্থ নন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার খালেদা জিয়াকে কারাগারে পাঠায়নি। আদালতের রায়ে তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আটক রয়েছেন। তবে আমার জানতে ইচ্ছে করছে, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নেতারা কী করছেন?

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কোনো উত্তাপ সৃষ্টি করতে পারেনি।

বিএনপিকে কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে-বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি পর্যাপ্ত রাজনৈতিক স্পেস পাচ্ছে। তাদের কোনো কর্মসূচি পালনের বাধা দেয়া হচ্ছে না। তারা স্বাধীনভাবে সব ধরনের কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে। তবে তাদের কর্মসূচি বাস্তবায়নের কোনো সক্ষমতা আছে কি না, এটা নিয়েই আমার প্রশ্ন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে