ভারতে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে পুলিশকে বেধড়ক পিটুনি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে পুলিশকে বেধড়ক পিটুনি
ভারতে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে পুলিশকে বেধড়ক পিটুনি। ছবি: সংগৃহিত।

ভারতে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে পুলিশকে বেধড়ক পিটুনির অভিযোগ উঠেছে দেশটির ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে।

মারধরের শিকার আহত তিন পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।

জানা যায়, পশ্চিমবঙ্গের কেশপুরের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুরে বিজেপির বিজয় মিছিল ঘিরে সোমবার এই ঘটনা ঘটেছে।

universel cardiac hospital

এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়টি রয়েছে বিশ্বনাথপুরে। সেখানে ভোটের ফলপ্রকাশের পরে পুলিশ ক্যাম্প করা হয়। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে পুলিশ ক্যাম্পে চড়াও হয় বিজেপির একদল লোক।

ক্যাম্পের সামনে অবস্থানরত তিন পুলিশ কর্মকর্তা ছিলেন সরিফ আলি খান, উকিল মুর্মু, নিশিকান্ত রায়। এই তিনজনই বিজেপির লোকেদের হাতে প্রহৃত হয়েছেন বলে অভিযোগ।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আহত পুলিশদের কেশপুর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ‘পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে। কেশপুরের এই ঘটনায় জড়িদের খোঁজ চলছে।’

তবে বিজেপির পক্ষ থেকে এই হামলার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে