বিগত দুই বিশ্বকাপেই ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। সেগুলো অঘটন হিসেবে বিবেচিত হয়েছে। তবে এবার যদি এমন হয় তা অঘটন হবে না বলে মনে করছেন ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট।
২০১৯ আসরে আগের চেয়ে অনেক পরিণত দল বাংলাদেশ। মাশরাফি-সাকিব-তামিমদের নিয়ে গড়া টাইগার দল বেশ অভিজ্ঞ ও শক্তিশালী। প্লাঙ্কেটের বিশ্বাস, এখন নিজেদের দিনে যেকোনো দলকেই হারাতে পারেন লাল-সবুজ জার্সিধারীরা।
প্লাঙ্কেট বলেন, আগেও ক্রিকেটের সর্বোচ্চ আসরে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। তখন সেটি আপসেট ছিল। সেই ঘটনা অবশ্যই হতাশাজনক ছিল। তবে এবারের প্রতিযোগিতায় অঘটন বলে কিছু নেই। এবার দেখেছি দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছেন টাইগাররা। এটি মোটেও অঘটন নয়। তারা এখন বেশ শক্তিশালী দল।
তিনি বলেন, পাকিস্তান যথেষ্ট ভালো দল। দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে চমকে দেয় তারা। এমনকি বাংলাদেশ বা ভারত, এ দুদলও এভাবে খেলে। সবাই আমাদের হারানোর সামর্থ্য রাখে। তাদের শক্তিমত্তা সম্পর্কে আমরা জানি। ওরা এভাবেই খেলতে পছন্দ করে।
২০১১ বিশ্বকাপে নিজেদের মাটিতে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দেয় বাংলাদেশ। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ১৫ রানে হারিয়ে ইংলিশদের টুর্নামেন্ট থেকেই বের করে দেন মাশরাফি-সাকিবরা।
তথ্যসূত্র:রয়টার্স