সিলেট নগরের দক্ষিণ সুরমা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১১ তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ৭ জন ছেলে এবং ৪ জন মেয়ে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. মাহাবুর আলম মন্ডল, এসআই মো. রফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকাস্থ বাবনা পয়েন্টের হোটেল আকাশ (আবাসিক) থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার শিমুলকান্দি গ্রামের ছালেহ আহমদ (২২), বালাগঞ্জের রুফিয়া গ্রামের ইলিয়াস আলী (২৭), ওসমানীনগর উপজেলার কালিপুর গ্রামের বাবলি আক্তার (১৮), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের জাকির আহমদ (২৩), একই উপজেলার বদিকোনা গ্রামের মো. রফিক (২০) ও মোড়ারবন গ্রামের গোলাম কিবরিয়া (৪৬), নগরের টিলাগড় পূর্ব শাপলাবাগ এলাকার কুলসুমা বেগম (১৯), দিনাজপুর জেলার বিরল থানার উত্তর বিষ্ণপুর গ্রামের বাবুল হোসেন (৪৮), চট্টগ্রামের রাউজান থানাধীন উত্তরগোজা গ্রামের লিটন বিশ্বাস (৪০), লক্ষ্মীপুর সদর থানাধীন সুনাতলি গ্রামের মেয়ে লিমা (২৫) ও ঢাকার খিলক্ষেত থানার নাওয়াপাড়া এলাকার তানিয়া (২২)।
- বিশ্বকাপে টানা ৩ ম্যাচে সাকিবের হাফসেঞ্চুরি
- আ.লীগ তৃণমূলের প্রবীণ নেতাদের সংবর্ধনা দেবে প্রতিষ্ঠাবার্ষিকীতে
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।