বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচেও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

মার্করামকে আউট করে কটরেলের মিলিটারি স্যালুট।
মার্করামকে আউট করে কটরেলের মিলিটারি স্যালুট। ছবি : এএফপি

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচেও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। ক্যারিবীয় পেসারদের বোলিং তোপে তাদের অবস্থা থরহরি কম্পমান। মাত্র ২৮ রান তুলতেই তারা হারিয়েছে দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে। বল হাতে ভয়ংকর হয়ে উঠেছেন শেলডন কটরেল। দুটি উইকেটই তার শিকার। শেষ পর্যন্ত প্রোটিয়া শিবিরে স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি।

সাউদাম্পটনে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের দলীয় ১১ রানে প্রথম আঘাত হানেন কটরেল। ফর্মহীনতায় ভোগা হাশিম আমলা (৬) তার বলে ক্রিস গেইলের তালুবন্দি হন। দলীয় ২৮ রানে কটরেলের বলেই খোঁচা মেরে উইকেটকিপার শাই হোপের গ্লাভসে ধরা পড়েন এইডেন মার্করাম (৫)।

universel cardiac hospital

চলতি বিশ্বকাপে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি দক্ষিণ আফ্রিকা। এই রিপোর্ট লেখা পর্যন্ত কেনিংটন ওভালে প্রবল বর্ষণ চলছে। বৃষ্টি থামার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা। বৃষ্টি থামার আগ পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৭.৩ ওভারে ২ উইকেটে ২৯ রান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে