আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শিরোপা জয়ী দলের সমন্বয় ভাঙেনি বাংলাদেশ। শুধু ইনজুরিতে থাকা সাকিব আল হাসান দলে ফিরেছেন, তার জায়গায় খেলা সাব্বির রহমান বাদ পড়েছেন। ওই দল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুর্দান্ত ক্রিকেট খেলে টাইগাররা। জয় দিয়ে শুরু করে বিশ্বকাপ মিশন। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচেও কিউইদেরও কাঁপিয়ে দেয় মাশরাফিবাহিনী।
নিউজিল্যান্ডের বিপক্ষেই বাংলাদেশ দল একজন বাড়তি পেসারের অভাব অনুভব করে। এরপর কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ড ব্যাটসম্যানদের সামনে বাংলাদেশ বোলাররা দাঁড়াতেই পারেননি। স্পিন থেকে পেসার কোন বিভাগেই রান আটকাতে পারেনি বোলাররা। ওই ম্যাচেও একজন নিখাঁদ পেসারের অভাব বোধ করে বাংলাদেশ।
মঙ্গলবার মাশরাফি-সাকিবরা উপমহাদেশের দল শ্রীলংকার মুখোমুখি হবে। সেমিফাইনালে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে দুই পরিবর্তন। কোন ব্যাটসম্যান কিংবা বোলার খারাপ করছেন সেই কারণে নয়। বরং কন্ডিশন একাদশে পরিবর্তন আনার অনুঘটক।
- আরও পড়ুন, বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচেও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা
- আরও পড়ুন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ঘোষণা যুবরাজের
ওভাল-কার্ডিফের মতো বৃষ্টির পূর্বাভাস আছে ব্রিস্টলেও। এখানকার উইকেটও বৃষ্টির কারণে ঢাকা ছিল। রোববার অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল। তবে সোমবার অনুশীলন করছেন টাইগাররা। ম্যাচের উইকেটে ঘাস থাকবে। এছাড়া ম্যাচের দিন বৃষ্টির প্রবল সম্ভাবণা আছে। পুরো ম্যাচ হওয়া নিয়ে আছে সংশয়ও। আকাশে উড়ে বেড়ানো মেঘ, সঙ্গে বাতাস এবং বৃষ্টি পরবর্তী উইকেট হলে পেসারদের দিকে বাড়তি সহায়তার হাত বাড়িয়ে দেবে।
রুবেল হোসেনের তাই শ্রীলংকার বিপক্ষে একাদশে ঢোকার জোর সম্ভাবনা আছে। এছাড়া অফ ফর্মের কারণে একাদশে জায়গা হারাতে পারেন মোহাম্মদ মিঠুন। ব্যাটিংয়ে মিঠুনের জায়গায় লিটন দাস কিংবা সাব্বির রহমানকে দলে দেখা যেত পারে। আর রুবেলকে জায়গা করে দিতে বেঞ্চে বসতে হতে পারে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশ দল এক স্পিনার কম নিয়ে খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না।