প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী: রুবানা হক

স্টাফ রিপোর্টার

রুবানা হক
রুবানা হক (ফাইল ছবি)

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক। বলেছেন, আমরা বাজেটকে সাধুবাদ জানাই। আমরা মনে করি এ বাজেট জনকল্যানমুখী। শিল্পের দিক দিয়ে বলতে পারি শতভাগ একেবারে খুশি না হলেও অন্তত ৭০ ভাগ খুশি হয়েছি।  এজন্য অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

বাজেট ঘোষণার পর সংবাদ সম্মেলনে রুবানা হক বলেন, ‘১ শতাংশ নগদ সহায়তার প্রস্তাবনা দিলেও বিজিএমইএ’র দাবি ছিল ৩ শতাংশ। এ খাতে আগে কখনো ভর্তুকি না থাকায় এবারের বাজেটে ৩ শতাংশ সহায়তা আশা করেছিলাম।’

universel cardiac hospital

সামাজিক সুরক্ষা খাতে পোশাক শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তিনি। বলেন, ‘সামাজিক সুরক্ষার খাতে পোশাক শ্রমিকদের অন্তর্ভুক্ত করার দাবি আমাদের অনেক দিনের। সুরক্ষা খাতে অন্যান্য সংগঠনের শ্রমিকরা থাকলেও বিজিএমইএর শ্রমিকরা নেই। যেহেতু ৭৪ হাজার ৩০৭ কোটি টাকা সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ তাই এর আওতায় আমি বিনীতভাবে আবেদন করি অর্থমন্ত্রীর কাছে যাতে   পোশাক শ্রমিকদের এ সুরক্ষা খাতে নিয়ে আসা হয়।’

বিজিএমইএর সভাপতি বলেন, ‘বাজেটে আমাদের জন্য কিছু ভালো সংবাদ, কিছু দুঃসংবাদ আছে। পোশাক রপ্তানিতে শতকরা এক শতাংশ হারে ইনসেন্টিভ ঘোষণা করা হয়েছে। আমরা শতকরা পাঁচ শতাংশ চেয়েছিলাম। পাঁচ হলে ১৪ হাজার কোটি টাকা লাগতো। সেটার জায়গায় এখন হচ্ছে দুই হাজার ৮২৫ কোটি টাকা। যদিও গত ১০ বছরের মধ্যে এটা সর্বোচ্চ পেয়েছি আমরা।’

রুবানা বলেন, ‘পোশাক খাত ক্রান্তিকালে রয়েছে। এই খাত এমন এক চ্যালেঞ্জে যেখানে এই ইনসেন্টিভটি যত সামান্য মনে করি। অন্ততপক্ষে তিন শতাংশ দিলে সেটি আমাদের জন্য লাভ হতো। এটি ছোট ফিগার আমাদের জন্য।’

শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য বাজেটে বেশ কিছু আছে মন্তব্য করে রুবানা হক বলেন, ‘যেগুলো আমাদের জন্য উৎসাহব্যঞ্জক, যোগাযোগ অবকাঠামোতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এখানে আগে ছিল ৫৩ হাজার ৮১০ কোটি টাকা, সেখানে এবার হয়েছে ৬১ হাজার ৪১০ কোটি টাকা। এটি ভালো দিক, কারণ যোগাগাযোগ অবকাঠামো আমাদের বাণিজ্যের জন্য জরুরি।’

নারী উদ্যোক্তা হিসেবে কষ্ট পেয়েছেন মন্তব্য করে বিজিএমইএর সভাপতি বলেন, ‘বাজেট বই আমি এক ঝলক দেখে কষ্ট পেয়েছি। বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য অ্যালোকেশন আমি দেখিনি। এক জায়গায় দেখলাম নারী উদ্যোক্তাদের শো-রুমের ওপর কোনো ট্যাক্স ধরা হবে না। এটা যৎসামান্য মনে করি।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে