নারী-পুরুষ সবাইকে সমানভাবে উন্নত করতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গবৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। তবে কোন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, তা জানাননি তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি সমাজকে যদি গড়ে তুলতে হয়, নারী-পুরুষ সবাইকে সমানভাবে উন্নত করতে হবে। সেদিকে আমাদের সরকার বিশেষভাবে দৃষ্টি দেয়। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর সম্পৃক্তির বিচারে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। জেন্ডার বৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে আছে।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সময় সংবাদ সম্মেলনে উপস্থিতিরা করতালি দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি একটু লক্ষ্য করলাম আমাদের পুরুষরাও তালি দেয় কিনা।

এরপর উপস্থিতিরা আবার করতালি দেন। এ সময় তিনি বলেন, দেয়, একটু আস্তে আস্তেই দিচ্ছে মনে হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে