বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কর্মসংস্থান আছে বলেই ধান কাটার লোক পাওয়া যায় না।
আজ শুক্রবার বাজেটোত্তর এই সংবাদ সম্মেলনটি করার কথা ছিল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। তবে তার অসুস্থতার জন্য কথা বলেন শেখ হাসিনা।
লিখিত বক্তব্য শেষে একজন গণমাধ্যমকর্মী জানতে চান কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে। বাজেট বক্তব্যে ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা আছে।
ওই গণমাধ্যমকর্মীর প্রশ্ন ছিল, আপনি যে তিন কোটি মানুষকে কর্মসংস্থানের স্বপ্ন দেখাচ্ছেন, সেখানে এখন সরকারি ও বেসরকারিভাবে প্রতি বছর গড়ে ৭-৮ লাখ মানুষ চাকরি পায়। যদি ১১ বছর ধরি সে হিসাবে ৮৮ লাখ মানুষ হয়, এক কোটিও হয় না। তাহলে তিন কোটি মানুষের কর্মসংস্থান কীভাবে সম্ভব?
জবাবে প্রধানমন্ত্রী তাকে পাল্টা প্রশ্ন করে জানতে চান, কর্মসংস্থান বলতে তিনি কেবল চাকরি বোঝেন নাকি।
ওই গণমাধ্যমকর্মী বলেন, না, এখানে ব্যবসা বাণিজ্যের বিষয় আছে।
প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থানের কথা আমরা বলেছি, চাকরি দেওয়ার কথা বলিনি। ১০০ কোটি টাকার থোক বরাদ্দ রেখেছি, শিক্ষার কথা বলেছি, প্রযুক্তি শিক্ষা, কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং। আমরা চাই মানুষ শিক্ষিত হয়ে ট্রেনিং নিক। নিজের কাজ নিজে করার একটা সুযোগ পাক। মূলত কর্মসংস্থানের ব্যবস্থা এখন কিন্তু আছে। আছে বলেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, লোক পাওয়া যাচ্ছে না কেন? যদি এত বেশি বেকার থাকে তাহলে ধান কাটলে দিনে ৪০০-৫০০ টাকা পাবে। প্লাস তিন বেলা খাবার। দুই বেলা খাবে এক বেলার খাবার বাড়ি নিয়ে যাবে। তারপরও কেন লোক পাওয়া যাচ্ছে না? এটা কি একবারও বিবেচনা করেছেন। যেহেতু কর্মসংস্থানের সুযোগ আছে তাই ধান কাটার লোকের অভাব।
প্রধানমন্ত্রী বলেন, অনেক পত্রিকায় দেখেছি ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। তারা অনেক বেশি টাকা চায়। শ্রমের যে মূল্য বেড়ে গেছে, কারণ তাদের ডিমান্ড বেড়ে গেছে। আজকে বেকার লোকের অভাব আছে বলেই তো মূল্য বেড়েছে। সেটাও একটু বিবেচনা করে দেখেন।
- বাংলাদেশসহ শ্রীলংকা ও মালদ্বীপে চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ
- রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের দুর্দান্ত জয়
সরকারের পরিকল্পনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা কর্মসংস্থানের কথা বললেই সবার ধারণা হয়ে যায় চাকরি দেওয়ার কথা। ১৬ কোটি মানুষকে কি চাকরি দেওয়া যায়? পৃথিবীর কোনও দেশ দেয়? আর কোনও মানুষ কি একটা চাকরি নিয়ে বসে থাকে সারা জীবন? মানুষ যাতে কাজ করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করাই কর্মসংস্থান। আমার ১০০টি অঞ্চল তৈরি করছি বা প্রতিনিয়িত প্রজেক্টগুলো করছি। একটা প্রজেক্ট সম্পন্ন হলে কত মানুষের কাজ হবে, চাকরি হবে। তারা নিজেরা সেখানে কাজ করতে পারবেন, চাকরি হবে। কাজেই আপনার ওই অঙ্ক তো ভুল।