ইংলিশ পেসের তোপে অসহায় উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ২১২ রানেই অলআউট
ক্রিস গেইল। ছবি : এএফপি

সাউদাম্পটনে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়ে গেছে উইন্ডিজ। কন্ডিশনের পুরো সুবিধা আদায় করে নিচ্ছেন ইংলিশ পেসাররা।

দলীয় ৪ রানে ফর্মহীনতায় ভূগতে থাকা এভিন লুইসকে (২) বোল্ড করে দেন ক্রিস ওকস। এই পেসারের বলে ব্যক্তিগত ১৬ রানে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান ক্রিস গেইল। এই ব্যাটিং দানবের ব্যাট ছুঁয়ে বল মার্ক উডের তালুবন্দি হলেও ব্যালান্স হারিয়ে সেটা ফেলে দেন তিনি।

universel cardiac hospital

চলতি বিশ্বকাপে জ্বলে উঠতে পারছেন না ক্যারিবিয়ান দানব। আজ তার সঙ্গে ৫০ রানের দ্বিতীয় উইকেট জুটি বাঁধেন শাই হোপ। লিয়াম প্ল্যাংকেটের বলে জনি বেয়ারস্টোর তালুবন্দি হয়ে ফিরেন ৪১ বলে ৩৬ রান করা দ্য ইউনিভার্স বস।

১ রানের ব্যবধানেই মার্ক উডের বলে এলবিডাব্লিউ হয়ে যান ইনফর্ম শাই হোপ। তবে হোপকে ফেরাতে রিভিউ নিতে হয়েছে ইংলিশদের।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্যরিবীয়দের সংগ্রহ ২৩.২ ওভারে ৩ উইকেটে ১০৫ রান। উইকেটে পুরান ৩১ বলে ২৩ এবং হেটমায়ার ৩০ বলে ২৩ রানে ব্যাটিং করছেন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। তাদের অবস্থান টেবিলের ৪ নম্বরে। অন্যদিকে ৬ নম্বরে থাকা উইন্ডিজ ৩ ম্যাচে এক জয় এবং একটি পরিত্যক্ত ম্যাচের কারণে ৩ পয়েন্ট অর্জন করেছে। উইন্ডিজের আজ টার্গেট শ্রীলঙ্কাকে পেছনে ফেলা। আর ইংল্যান্ড চাইবে ২ পয়েন্ট অর্জন করে সমান ৪ পয়েন্ট নিয়ে থাকা শ্রীলঙ্কার থেকে এগিয়ে যেতে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে