কক্সবাজারে ইয়াবা কিনতে গিয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সারাদেশ ডেস্ক

বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ইয়াবা কিনতে এসে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাসেল মাহমুদ (৩৬) নামে নারায়ণগঞ্জের এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শনিবার ভোরে হোয়াইক্যংয়ের দৈংগাকাটা পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লক্ষণ ঘোনা এলাকার ফয়েজ আহমদের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, হোয়াইক্যংয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হামজার বাড়িতে কিছু ব্যবসায়ী ইয়াবা কিনতে এসেছেন- এমন খবরে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসির দাবি, নিহত রাসেল ইয়াবা কেনার জন্য টেকনাফে এসেছিলেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে