পাকিস্তানে এবার জারদারির বোন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

জারদারির বোন গ্রেফতার
ছবি : ডন

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পর এবার তার বোন ফারয়াল তালপুরকে গ্রেফতার করেছে।

খবরে প্রকাশ, বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের মামলায় জারদারির সঙ্গে একই মামলায় অভিযুক্ত ছিলেন তিনি।

universel cardiac hospital

ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর মুখপাত্র ডন নিউজকে জানান, শুক্রবার ফারয়াল তালপুরের বিরুদ্ধে পরোয়ানা জারি হলে এ দিনই তাকে গ্রেফতার করে সংস্থাটির কর্মকর্তারা।

আজ শনিবার তাকে ইসলামাবাদের বিশেষ আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইসলামাবাদের এফ এট সেক্টরে অবস্থিত জারদারি হাউসকে সাবজেল ঘোষণা করে ফারয়াল তালপুরকে সেখানেই রাখা হয়েছে। ফারয়াল জারদারি গ্রুপের অন্যতম পরিচালক।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জারদারি ও তার বোন ফারয়াল তালপুরের বিরুদ্ধে মামলা দায়ের করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (NAB)। এ মামলায় গত সোমবার জারদরিকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে