শূন্যেই গেইলকে ফেরালেন সাইফউদ্দিন

ক্রীড়া ডেস্ক

ক্যারিবিয়ান ব্যাটিং তাণ্ডবে টাইগারদের লক্ষ্য ৩২২
ছবি : সংগৃহিত

প্রথম ওভার মেডেন নিয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ের সূচনা করেন মাশরাফি। এরপর তা ধরে রাখেন সাইফউদ্দিনও। ফলস্বরুপ নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেয়ে যান সাইফউদ্দিন।

ব্যাটিং দানব ক্রিস গেইলকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে শুভ সূচনা এনে দেন সাইফ।

universel cardiac hospital

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৪২ রান। ব্যাট করছেন এভিন লুইস ও শাই হোপ। মেডেন ওভার নিয়ে বোলিংয়ের শুরু করেছিলেন মাশরাফি। এ পর্যন্ত ৩ ওভারে ১ মেডেন নিয়ে ৫ রান দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সাইফউদ্দিন অন্য প্রান্তে ২ ওভার শেষে ১ মেডেন নিয়ে ২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

বাংলাদেশের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। শেষ চারের আশা জিইয়ে রাখতে হলে যে কোনো মূলেই এই ম্যাচটা জিততে হবে টাইগারদের। ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বলেই জয়ের বিষয়ে বেশ আশাবাদী বাংলাদেশ। টনটনে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

বিশ্বকাপের পঞ্চম ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টনটনে বিকাল সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি। টসজিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে সেরা একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। বিশ্বকাপে খারাপ ফর্মের কারণে বাদ পড়লেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। মিঠুনের বদলে লিটন দাসকে মূল একাদশে নেওয়া হয়েছে।

একটি পরিবর্তন নিয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজও। কার্লোস ব্রাফেটকে বসিয়ে ড্যারেন ব্রাভোকে একাদশে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে