আদালত একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন আগামী ২৮ জুলাই ধার্য করেছেন।
আজ মঙ্গলবার মামলার প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল। এদিন পুলিশ তা দাখিল না করায় ঢাকা মহানগর আদালতের বিচারক সুব্রত ঘোষ শুভ এদিন ধার্য করেন।
মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে পূর্ব রাজাবাজারের দোতলা বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
হত্যাকাণ্ডের একদিন পর ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন।
- দেশে ফিরবে ভূমধ্যসাগরে ভাসমান ৬৪ বাংলাদেশি
- উপজেলার শেষ ধাপের ভোট খুব ভালো হয়েছে : ইসি সচিব
- ‘৩৫ লাখ ৮২ হাজার মামলা বিচারাধীন’
এ হত্যা মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ১২ জন এখনও কারাগারে রয়েছেন।