ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে শিশুসহ ৩৯ জনকে। নিখোঁজ রয়েছেন আরও চারজন।
সোমবার এ ফেরিডুবির ঘটনা ঘটে।
মঙ্গলবার ওই দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানগেরা জানান, দুর্ঘটনার শিকার ফেরিটিতে ৩০ জন যাত্রী বহনের সক্ষমতা ছিল। কিন্তু ফেরিটিতে ৬০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। ধারণক্ষমতার বেশি আরোহী নিয়ে যাত্রা করা ফেরিটি সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় উল্টে ডুবে যায়।
- আরও পড়ুন, মোদির বৈঠক বয়কটের ঘোষণা মমতার
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনা নতুন নয়। ২০১৮ সালে সুমাত্রা দ্বীপে ফেরিডুবিতে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।