২০২১ সালে নারী বিশ্বকাপ নিউজিল্যান্ডে

ক্রীড়া ডেস্ক

২০২১ সালে নারী বিশ্বকাপ নিউজিল্যান্ডে
ফাইল ছবি

আইসিসি নারী বিশ্বকাপ ২০২১ সালের ৩০ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে শুরু হবে। ১৯৯২ ও ২০১৫ সালের পুরুষ বিশ্বকাপ ও ২০০০ সালে নারী বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর এটি নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য চতুর্থ বিশ্বকাপের আসর।

এই বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালসহ সর্বমোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি শেষ হবে ৫০ ওভারের এই টুর্নামেন্ট। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

universel cardiac hospital

এই নিয়ে দ্বাদশবারের মতো নারীদের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাগতিক হিসেবে সরাসরি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড।

এছাড়া সর্বোচ্চ এই আসরে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৪টি দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের বাকি তিনটি দল বাছাইপর্বে খেলার মাধ্যমে নির্ধারিত হবে।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সাথে এই বাছাইপর্বে খেলবে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইস্ট এশিয়া প্যাসিফিক ও ইউরোপ থেকে ২০১৯ রিজিওনাল কোয়ালিফাইংয়ের বিজয়ী দলগুলো।

বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল হচ্ছে অস্ট্রেলিয়া (২২ পয়েন্ট), বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড (২২), ভারত (১৬) ও দক্ষিণ আফ্রিকা (১৬)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে