ভারতের লোকসভায় ‘জয় শ্রী রাম; বনাম ‘আল্লাহু আকবার’

আন্তর্জাতিক ডেস্ক

লোকসভায় ‘জয় শ্রী রাম; বনাম ‘আল্লাহু আকবার’
ছবি : ইন্টারনেট

গত ১৭ মে শুরু হয়েছে ভারতের নতুন লোকসভার অধিবেশন৷ সাংসদদের শপথগ্রহণ দিয়ে শুরু হওয়া এই অধিবেশনের কাজ গড়ায় ১৮ মে পর্যন্ত৷ এই শপথগ্রহণের কাজ চলতে দুই দিন সময় লাগলেও বিনোদনের কোনো কমতি ছিল না৷ এক একজন সাংসদ শপথগ্রহণ মঞ্চের দিকে যেতে যেতে তুলতে থাকেন তাদের পছন্দের স্লোগান৷

ভারতীয় জনতা পার্টির বেশির ভাগ সাংসদদের মুখে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার তোলেন ‘জয় মা কালী’ স্লোগান৷

universel cardiac hospital

কিন্তু হায়দ্রাবাদের সাংসদ, অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা, আসাদউদ্দিন ওয়েসি’র শপথগ্রহণের সময় তোলা স্লোগান বর্তমানে সোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করছে৷

উর্দুতে নিজের শপথবাক্য উচ্চারণের পর ওয়েসি আওয়াজ তোলেন, ‘জয় ভীম, জয় মিম, তাকবির আল্লাহু আকবার, জয় হিন্দ৷’ একবাক্যে একসাথে দলিত আন্দোলনের স্লোগান ‘জয় ভীম’ থেকে ‘আল্লাহু আকবার’ হয়ে ভারতের জাতীয়তাবাদীদের প্রিয় ধ্বনি ‘জয় হিন্দ’ একসাথে উচ্চারণ করেন তিনি৷

তার এই ব্যতিক্রমী স্লোগানের ভিডিওটি টুইটারে শেয়ার করে তার দলের অফিসিয়াল পেজ৷ সেখানে ভিডিওটি দেখা হয়েছে আড়াই লাখেরও বেশি বার৷

ফেসবুক, ইউটিউবের একাধিক পোস্ট মিলিয়ে এই ভিডিওটি দেখো হয়েছে প্রায় পাঁচ লাখ বার৷ শেয়ার করা হয়েছে অন্তত দশ হাজার বার৷

যে ‘আল্লাহু আকবার’ ধ্বনিকে তথাকথিতভাবে মেলানো হয় ইসলামি সন্ত্রাসবাদীদের সাথে, সেই ধ্বনিকে ওয়েসি ভারতের প্রেক্ষাপটে পেশ করেছেন বিবিধ বিশ্বাসের মিলনের অর্থে৷ সামাজিক গণমাধ্যমে তার এই স্লোগান সৃষ্টি করছে পক্ষ-বিপক্ষ নানা রকমের মতামত৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে