শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড
রানের খাতা খোলার আগেই এভাবে বোল্ড হয়ে যান জেমস ভিন্স। ছবি : ইন্টারনেট

মাত্র ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে গেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার করা ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে এখন ব্যাট করছে স্বাগতিকরা।

প্রথম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ও দলীয় রানের খাতা খোলার আগেই জেসন বেহেরনডর্ফের বরে বোল্ড হয়ে যান জেমস ভিন্স। আর চতুর্থ ওভারে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জো রুট। তিনিও দুই অঙ্ক ছুঁতে পারেননি। ৫.৫ ওভারে ৭ বলে মাত্র ৪ রান করে ফিরে যান মরগান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। ব্যাট করছেন বেয়ারস্টো ২৫ (৩৩) ও বেনস্টোকস ০ (৯)।

এর আগে আজ মঙ্গলবার ইংল্যান্ডের লডসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান।

প্রথমে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। এই জুটিতে আসে ১২৩ রান। ব্যক্তিগত ৫৩ রানে মঈন আলীর বলে রুটের হাতে ক্যাচ দেন ওয়ার্নার।

এরপর উসমান খাজার সঙ্গে ফিঞ্চের ৫০ রানের জুটি আরও একধাপ এগিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। দলীয় ১৭৩ রানের মাথায় খাজাকে ফেরান বেন স্টোক। খাজা ২৩ রান করেন। দলীয় স্কোরে ১২ রান যোগ হতেই ফিরেন সেঞ্চুরিয়ান ফিঞ্চ। ১১৬ বল থেকে ১১টি চার ও দুটি ছক্কার মারে এ রান করেন তিনি।

পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি করেন ৩৮ রান করে। এর মধ্যে ক্যারি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে