জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। যে সমস্যায় বাংলাদেশও ভুগছে। তবে জঙ্গিবাদ দমনে বাংলাদেশ যে কৌশল ও প্রক্রিয়া অবলম্বন করেছে তা বিশ্বের জন্য রোল মডেল বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
সবার সহযোগিতা ছাড়া জঙ্গিবাদ পুরোপুরি দমন সম্ভব নয় বলে জানান পুলিশপ্রধান।
সোমবার ফরিদপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশপ্রধান এসব কথা বলেন।
ফরিদপুর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ ও কমিউনিটিং পুলিশের আয়োজনে এদিন সকালে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আইজিপি বলেন, আমরা জঙ্গিবাদকে সম্পূর্ণ নির্মূল করতে না পারলেও দমিয়ে ফেলেছি, এটি সম্ভব হয়েছে সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতার মধ্য দিয়ে।
আইজিপি বলেন, জঙ্গিবাদের মতো মাদকের ক্ষেত্রেও চেষ্টা করছি নিয়ন্ত্রণ করতে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতা-কর্মীদের সম্পৃক্ত করে তাদের মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভূমিকা নেওয়া হচ্ছে।
পুলিশপ্রধান মাদক ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পরিবারের বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে বলেন, প্রত্যেক পরিবারের অভিভাবকরা সচেতন হলেই এটা সম্ভব।
জাবেদ পাটোয়ারি বলেন, আমাদের পুলিশ আর জনগণের অনুপাত আন্তর্জাতিক মানদণ্ডের নয়, যে কারণেই আমাদের হিমশিম খেতে হয়, এজন্য কমিউনিটি পুলিশিংকে পাশে নিয়ে কাজ করছি।
তিনি মাদক নিয়ন্ত্রণ করতে কাউকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে বলেন, এজন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই পাশে থাকলে অবশ্যই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবো।
- ছাত্রদলের কাউন্সিল: খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ
- সাকিব নৈপুণ্যে রশিদদের হারিয়ে সেমির আশা উজ্জ্বল বাংলাদেশের
- বিএনপির স্থায়ী কমিটিতে স্থান পেতে পারেন যারা
ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিভাগের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, কমিউনিটিং পুলিশের প্রফেসর শাহজাহান প্রমুখ।
এর আগে পুলিশ প্রধান ফরিদপুর পুলিশ লাইনে নারী পুলিশের ব্যারাক, নগরকান্দা থানা ভবন, জেলা পুলিশের চিকিৎসক ও নার্সদের ডরমেটরির উদ্বোধন করে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।