জাকসুর নির্বাচন কমিশন গঠন ৩১ জুলাইয়ের মধ্যে

জাবি প্রতিনিধি

৩১ জুলাইয়ের মধ্যে জাকসুর নির্বাচন কমিশন গঠন
ফাইল ছবি

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৩৮তম সিনেট অধিবেশনকে ঘিরে শিক্ষার্থীদের দাবির মুখে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন।

universel cardiac hospital

দুপুর সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ছাত্রলীগের পূর্ণ সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনসহ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন অংশ নেয়।

বিকেল সাড়ে চারটায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পুরাতন প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষ হয়।

সিনেট অধিবেশনে অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় উপাচার্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠনের নিশ্চয়তা দেয়। এরপর একঘণ্টা বিলম্বে বিকেল ৫টায় শুরু হয় সিনেট অধিবেশন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে