কাবুলে তালেবানের গাড়িবোমা হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

কাবুলে তালেবানের গাড়িবোমা হামলা
কাবুলে তালেবানের গাড়িবোমা হামলায় নিহত ৪০

আফগানিস্তানের কাবুলে গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৬৩ জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এ হামলায় একটি যুদ্ধ জাদুঘর এবং একটি টেলিভিশন চ্যানেল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। সোমবার সকালের ব্যস্ত সময়ে চালানো এ হামলার পর অন্তত তিন বন্দুকধারী নিকটবর্তী একটি ভবনে প্রবেশ করে এবং গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।

universel cardiac hospital

নিরাপত্তা বাহিনীর প্রতি গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। সঙ্গে সঙ্গেই এলাকাটি ঘিরে ফেলে প্রবেশের সব পথ বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী।

ঘটনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরও সেখান থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দেশটিতে ১৮ বছরের যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে তালেবান। রয়টার্স।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে