এজবাস্টনের ছোট মাঠ। ব্যাটিং সহায়ক উইকেট। তার ওপর টসটাও যায় বাংলাদেশের বিপক্ষে। বল হাতে তাই শুরুতে ভারতীয় শিবিরে ধাক্কা দিতে হতো। কিন্তু শুরুতে মুস্তাফিজের বলে স্কোয়ার লেগে রোহিত শর্মার ক্যাচ ছাড়েন তামিম। সেই রোহিত সেঞ্চুরি করে সৌম্য সরকারের বলে ফিরেছেন। তবে কেএল রাহুল খেলছেন।
ভারত ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে। রোহিত শর্মা ১০৪ করে আউট হন। ব্যক্তিগত ৯ রানে ক্যাচ দেন তিনি। তবে রাহুল ব্যাটিং করছেন ৭২ রানে। তার সঙ্গী বিরাট কোহলি। এর আগেও সৌম্য সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের বিপদে উইকেট নেন। তাকে তাই ‘গোল্ডেন হ্যান্ড’ বলাই যায়।
- আরও পড়ুন, বিশ্বকাপ : আজ টাইগারদের বাঁচা-মরার লড়াই
বাংলাদেশ দলে এ ম্যাচে দুই পরিবর্তন। সোমবার প্রায় ৪০ মিনিটের মতো ব্যাটিং অনুশীলন করেন মাহমুদুল্লাহ। কিন্তু ম্যাচের দিন তিনি ফিটনেস টেস্ট পার হতে পারেননি। তার বদলে দলে নেওয়া হয়েছে সাব্বির রহমানকে। এছাড়া মেহেদি মিরাজের বদলে খেলছেন রুবেল হোসেন।