তামিমের পর ফিরে গেলেন সৌম্য সরকার। ১৬তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে এক্সট্রা কাভারে কোহলির হাতে ধরা পড়েছেন তিনি। সৌম্যর সংগ্রহ ৩৩ রান। এর আগে ইনিংসের দশম ওভারে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়েছেন তামিম ইকবাল। ফেরার আগে ৩১ বলে ২২ রান করেছেন তিনি।
বিশ্বকাপে আজ ভারতের দেয়া ৩১৫ রানের বড় লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮.৩ ওভারে ২ উইকেটে ৮৯ রান।
জিতলে সেমির আশা বেঁচে থাকবে, হারলে বিদায়। এমন সমীকরণ সামনে রেখে বিশ্বকাপে আজ বার্মিংহামে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
ম্যাচে জয়ের জন্য টাইগারদের ৩১৫ রানের লক্ষ্যমাত্রা বেধে দিয়েছে বিরাট কোহলির দল। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করেছে ভারত।
শুরুর দিকে দ্রুতগতিতে রান তুললেও শেষদিকে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে রানের গতি কমে যায় ভারতের।
দলের পক্ষে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। ১০৪ রান করে আউট হন তিনি। ৭৭ রান করেছেন অপর ওপেনার লোকেশ রাহুল। অধিনায়ক কোহলির ব্যাট থেকে এসেছে ২৬ রান।
- বাংলাদেশ আমাদের বন্ধু, তিস্তার পানি দেব কোথা থেকে : মমতা
- সেমির স্বপ্ন বাঁচাতে টাইগারদের প্রয়োজন ৩১৫ রান
- হজ নিয়ে ব্যবসা না করার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৫টি, রুবেল হোসেন ১টি, সাকিব আল হাসান ১টি, ও সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেছেন।