বিশ্বকাপে সাকিবের পর মোস্তাফিজের ৫ উইকেট

ক্রীড়া ডেস্ক

মোস্তাফিজের ৫ উইকেট
ছবি : ইন্টারনেট

আইসিসি বিশ্বকাপে গত ২৪ জুন প্রথম বাংলাদেশি বোলার হিসাবে ৫ উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। আফহানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ১০ ওভারে ২৯ রান দিয়ে সাকিব নিয়েছিলেন ৫ উইকেট।

সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসাবে বিশ্বকাপে ৫ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করলেন মোস্তাফিজুর রহমান।

আজ মঙ্গলবার বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি।

মোস্তাফিজ অবশ্য এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেট শিকার করেছেন। ২০১৬ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ৪ ওভারে ২২ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন।  মোস্তাফিজই বাংলাদেশের একমাত্র বোলার যিনি দুই ধরনের বিশ্বকাপে ৫ উইকেট শিকার করলেন।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আটবার ৫ উইকেট শিকারের ঘটনা ঘটেছে। তবে, মোস্তাফিজ সপ্তম বোলার হিসাবে ৫ উইকেট শিকার করলেন। ছয় ম্যাচে মোস্তাফিজ শিকার করেছেন ১৫টি উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে এই চতুর্থবারের মতো ৫ উইকেট নিলেন দ্য ফিজ।

মঙ্গলবার ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে আউট করার মাধ্যমে শিকার শুরু করেন মোস্তাফিজ। এরপর তিনি সাজঘরে ফেরান হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ শামিকে প্যাভিলিয়নের পথ ধরান। একটি রান আউটও করেন দ্য ফিজ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে