শ্রীপুরে স্পিনিং কারখানায় আগুনের ঘটনায় নিহত বেড়ে ৬

সারাদেশ ডেস্ক

গাজীপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

universel cardiac hospital

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কারখানার ব্যাক প্রসেসিং ইউনিটে অগুনের সূত্রপাত হয়। পরে তা বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, পুড়ে যাওয়া কারখানায় এখন ডাম্পিংয়ের কাজ চলছে। বুধবার সকাল ৯টার দিকে আরও চারটি লাশের সন্ধান পাওয়া গেছে। এগুলো উদ্ধারের জন্য কাজ চলছে। এ মুহূর্তে তাদের কারও নাম ঠিকানা পাওয়া যায়নি।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলামকে প্রধান করে ৫ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ৭ কর্ম দিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, পরিচালক শিল্প পুলিশ গাজীপুর এর প্রতিনিধি (উপ-পরিচালক পদমর্যাদার), জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক এবং গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে