মিজানের ভাগনে এসআই হাসান কারাগারে

ডেস্ক রিপোর্ট

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের ভাগনে মাহমুদুল হাসানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

পুলিশের বরখাস্তকৃত এ এসআই বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ তাকে কারাগারে পাঠান।

universel cardiac hospital

আদালতে আসামির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী কাজী নাজিবুল্লাহ হীরু ও শাহীনুল ইসলাম। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় একই বিচারক মঙ্গলবার পুলিশের সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানকে কারাগারে পাঠান।

সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে কোতোয়ালী থানার এসআই মাহমুদুলের বিরুদ্ধে ২৪ জুন মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামিদের বিরুদ্ধে তিন কোটি সাত লাখ ৫ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে