তিউনিশিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে অন্তত ৮২ জনের মৃত্যুর আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
গত ৩ জুলাই (বুধবার) জার্জিস থেকে ৯ মাইল দূরে প্রায় ৮৬ জন অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাটি ডুবে যায়।
তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পরে একজনের মৃত্যু হয়। নৌকাডুবির ঘটনায় সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
জীবিত তিনজন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি।
তবে অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার নাগরিক বলে জানিয়েছে তিউনিস কর্তৃপক্ষ। এদের সবাই লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিল।
এদিকে, বৃহস্পতিবার ভূমধ্যসাগরে ইতালীয় উপকূল থেকে ৫৪ অভিবাসন প্রত্যাশী উদ্ধার হয়েছে। উত্তাল সাগরে ভাসমান অবস্থায় একটি ছোট নৌকা থেকে তাদের উদ্ধার করে ইতালির উদ্ধারকর্মীরা।
এর আগে, গত মে মাসে জার্জিস উপকূলে নৌকা ডুবে ৩৭ বাংলাদেশিসহ অন্তত ৬৫ জনের মৃত্যু হয়।