ছয়দিন বিরতির পর আজ রোববার সংসদের মুলতবি অধিবেশন আবারও বসছে। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।
গত রোববার সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাসের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন।
এ সরকারের প্রথম মেয়াদে এ বাজেট অধিবেশন ১১ জুন শুরু হয়। এটি ১১ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে। তবে প্রয়োজনবোধে স্পিকার এ সময় বাড়াতে বা কমাতে পারবেন।
এদিকে এই অধিবেশনে ১৩ জুন বাজেট উপস্থানের পর ২৫৫ জন সংসদ সদস্য বাজেট আলোচনায় অংশ নিয়ে ৫১ ঘণ্টা ৫২ মিনিট আলোচনা করেন।
গত শনিবার (২৯ জুন) বড় ধরনের কোনো সংশোধনী ছাড়াই অর্থবিল-২০১৯ পাস হয়েছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
- লিভার ট্রান্সপ্লান্ট : ভারতের তুলনায় কম খরচে বঙ্গবন্ধু মেডিকেলের সাফল্য
- স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন : স্পিকার
এটি চলমান একাদশ সংসদের তৃতীয় অধিবেশন। এর আগে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল ২৪ এপ্রিল। মাত্র পাঁচ কার্যদিবস চলা এই অধিবেশন শেষ হয় ৩০ এপ্রিল।
সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।