বর্ষার খরা কাটিয়ে অঝোরে ঝরছে বৃষ্টি। গত দুদিনে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায়সহ দেশের বেশকিছু স্থানে অতি ভারী বর্ষণ হয়েছে।
আজ সোমবার রাজধানীতে দুপুর থেকে বিকেল পর্যন্ত অঝোরে বৃষ্টি ঝরেছে। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি অব্যাহত রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন মত সও পথকে বলেন, এ অবস্থা মোটামুটি ৯, ১০, ১১ জুলাই পর্যন্ত থাকবে। বৃষ্টি ধীরে ধীরে কিছুটা কমে আসবে।
- বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত চমৎকার : প্রধানমন্ত্রী
- দেশে ২৬ লাখ ৭৭ হাজার বেকার
- চাকরির বয়স ৩৫ করার দাবির বিপক্ষে প্রধানমন্ত্রীর যুক্তি
সোমবার সকালে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।