হাইকোর্ট স্কুলের শিক্ষার্থীদের কেউ হয়রানি (ইভটিজিং) করলে সেই তথ্য অভিযোগ আকারে জমা দিতে সব স্কুলে অভিযোগ বক্স স্থাপনের পরামর্শ দিয়েছেন। স্কুলের শিক্ষার্থীরা কম বয়সী হওয়ায় লজ্জায় অভিভাবক ও শিক্ষকদের কাছে অনেক সময় অভিযোগ দিতে চায় না। তাই দেশের সব স্কুলে ইভটিজিং রোধে অভিযোগ নিতে বক্স স্থাপনের পরামর্শ দিয়েছেন আদালত।
তবে এ অভিযোগ বক্স খোলার দায়িত্ব স্কুল (ম্যানিজিং) কমিটির। এ অভিযোগ কোনো শিক্ষকের বিরুদ্ধেও থাকতে পারে।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটির সুপারিশ করা নীতিমালার খসড়া উপস্থাপন করার পর আদালত এ পরামর্শ দেন।
আজ বুধবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
- ‘খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার নীলনকশা করেছে সরকার’
- ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড
- সব সেবা ডিজিটাল হলে দুর্নীতির সুযোগ থাকবে না : জয়
আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার)। অন্যদিকে অরিত্রির পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।