ভারত যুদ্ধবিমান সরালেই আকাশপথ খুলবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: ডন অনলাইনের

উত্তেজনা কমাতে প্রতিবেশী ভারতের দিক থেকে উদ্যোগ না নেয়া হলে নিজেদের আকাশপথ খুলে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান। দেশটির বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিব শাহরুখ নুসরাত একটি সংসদীয় কমিটিকে এমন কথা বলেছেন।

সিনেটের বিমানের স্থায়ী কমিটিকে তিনি বলেন, ভারতীয় যাত্রীদের যাতায়াতের জন্য আকাশপথ খুলে দিতে দেশটির সরকার আমাদের অনুরোধ জানিয়েছে। নিজেদের উদ্বেগের কথা তাদের আমরা জানিয়েছি।

universel cardiac hospital

‘তা হল, ভারতকে সীমান্তবর্তী ঘাঁটি থেকে প্রথমে তাদের যুদ্ধবিমান প্রত্যাহার করে নিতে হবে।’

সিনেট কমিটির সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট শহরের কাছেই বিমান হামলা চালায় ভারত। পরের দিনই নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

এতে দেশটির আকাশপথ দিয়ে ভারতীয় বিমানের আসা-যাওয়া বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে