পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ দিয়ে সবধরনের ভারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন।
জানা যায়, তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শনে গিয়ে শনিবার স্থানীয় প্রশাসন ও ব্যারেজ কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশনা দেন।
এ সময় পানি সম্পদ সচিব সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি ভারী যানবাহনগুলোকে ব্যারেজ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান।
এ ছাড়া ব্যারেজ কর্তৃপক্ষকে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের অংশ হিসেবে লোহার বার স্থাপনের নির্দেশ দেন।
আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পানি সম্পদ সচিবের এ নির্দেশনার পরেই ইতিমধ্যে লোহার বার স্থাপন করা হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের উদ্যোগে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়েছে।
উল্লেখ্য, তিস্তা ব্যারেজভুক্ত ‘গ্রেড-১’ রাষ্ট্রের অধিকতর গুরুত্বপূর্ণ (কেপিআই) স্থাপনা এবং ব্যারেজের ওপর দিয়ে ছোট যানবাহন চলাচলের অনুমোদন থাকলেও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।