শ্বশুরকে দিয়ে বানোয়াট কথা বলানো হচ্ছে : মিন্নি

ডেস্ক রিপোর্ট

শ্বশুরকে দিয়ে বানোয়াট কথা বলানো হচ্ছে : মিন্নি
সংবাদ সম্মেলনে রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। ছবি : সংগৃহিত

আয়শা সিদ্দিকা মিন্নি রিফাত শরীফ হত্যার বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হয়রানি এবং তার শ্বশুরকে দিয়ে বানোয়াট কথা বলানো হচ্ছে বলে দাবি করেছেন।

আজ রোববার দুপুরে রিফাতের স্ত্রী বরগুনায় নয়াকাটায় নিজ বাবার বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

universel cardiac hospital

আয়শা সিদ্দিকা মিন্নি বলেন, নয়ন বন্ডকে যারা সৃষ্টি করেছেন তারা খুবই ক্ষমতাবান ও অর্থশালী। নেপথ্যের এই ক্ষমতাবানেরা বিচারের আওতা থেকে দূরে থাকতে ও এই হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শ্বশুরকে চাপ দিয়ে মনগড়া ও বানোয়াট কথা বলাচ্ছে।

রিফাতের স্ত্রী বলেন, শনিবার রাতে বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্বশুর আবদুল হালিম দুলাল শরীফ আমাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার আমি তীব্র প্রতিবাদ জানাই।

মিন্নি বলেন, গত ২৬ জুন আমার স্বামী রিফাত শরীফকে হত্যার ভিডিও প্রকাশ পেলে তাকে বাঁচানোর জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রের মুখে প্রতিবাদ করেছি। সেই ভিডিও দেখে সারা দেশের মানুষ আমার প্রশংসা করেছে। পরে আমার শ্বশুর নয়ন বন্ডসহ মোট ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার ১ নং সাক্ষী আমি।

তিনি বলেন, বর্তমানে আমার শ্বশুর অসুস্থ। তিনি তার একমাত্র সন্তানকে হারিয়ে আরো অসুস্থ হয়ে পড়েছেন। যখন যা বলেন তার কোন কিছুই পড়ে মনে থাকে না।

মিন্নি তার বক্তব্যে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা বিচারকে অন্যদিকে প্রবাহিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছে।

উল্লেখ্য, মিন্নির শ্বশুর আবদুল হালিম দুলাল বলেছিলেন, নয়নের সঙ্গে মিন্নির বিয়ে হয়েছিল। সেই বিয়ের কথা গোপন রেখে রিফাতের সঙ্গে মিন্নির বিয়ে দেয় তার পরিবার। এ হত্যাকাণ্ডের সঙ্গে মিন্নির জড়িত রয়েছে। তাই তাকে (ছেলের বউ) গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে