৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে নিউজিল্যান্ড
হেনরি নিকলসের ব্যাটিংয়ের একটি দৃশ্য। ছবি : ইন্টারনেট

মাত্র ২৯ রানে ওপেনার মার্টিন গাপটিল বিদায় নিয়েছিলেন। সেখান থেকে হেনরি নিকোলস ও অধিনায়ক কেন উইলিয়ামসন সতর্কতার সঙ্গে সামনে অগ্রসর হন। এই দুজন মিলে শুরুর ধাক্কা অনেকটা সামলেও নেন। তবে দলীয় ১০৩ রানে বিদায় নিলেন অধিনায়ক উইলিয়ামসন।

এরপর নিকোলসও বিদায় নেন স্বল্প সময়ের মধ্যে। দলীয় ১৪১ রানে রস টেলর ও ১৭৩ রানে জিমি নিশাম বিদায় নিয়েছেন। ৪৪ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২০৪ রান।

আজ রোববার বিকেলে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। লন্ডনের লর্ডসে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হয়।

ব্যাট হাতে নেমে দলীয় ২৯ রানে ওকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল। ১৮ বল থেকে দুটি চার ও একটি ছক্কার মারে তিনি করেন ১৯ রান।

শুরুতেই উইকেট হারিয়ে সতর্কতার সঙ্গে খেলছেন দ্বিতীয় উইকেটে জুটি বাঁধা হেনরি নিকলস ও অধিনায়ক কেন উইলিয়ামসন। এই দুজন ৭৪ রানের দারুণ একটি জুটি গড়েন।

তবে দলীয় ১০৩ রানে উইলিয়ামসনের বিদায়ে ফের চাপে পড়ল দলটি। প্লাঙ্কেটের বলে জোস বাটলারের গ্লাভসে ধরা পড়ার আগে উইলিয়ামসন ৫৩ বল থেকে ৩০ রান করেন। ১৫ রানের ব্যবধানে ফিরলেন নিকোলসও। প্লাঙ্কেটের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৫৫ রান। এছাড়া টেলর ১৫ ও নিশাম ১৯ রান করেন।

গত ১১ জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড। এর দুদিন আগে ভারতকে ১৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে নিউজিল্যান্ড।

এর আগে তিনবার (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২) ফাইনালে উঠলেও কখনো শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। নিউজিল্যান্ডের সাফল্য গত আসরে রানার্স আপ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং আজ যারাই জিতবে তারাই হবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে