ইনডোর হকির তৃতীয় ম্যাচে ঐতিহাসিক জয় দিয়ে অভিষেক হলো বাংলাদেশের। এই ম্যাচে ৬ গোল করেছেন মাইনুল ইসলাম কৌশিক। আর দুই গোল করেছেন জিমি ও একটি গোল করেছেন আশরাফুল।
এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ ও দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে ৮-০ গোলে হারে বাংলাদেশ।
আজ বুধবার থাইল্যান্ডের চুনবুরিতে অনুষ্ঠিত এই ম্যাচে ফিলিপাইনকে কোন সুযোগই দেয়নি রাসেল মাহমুদ জিমিরা।
প্রথমার্ধে ৬-০ গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আসে আরো তিন গোল। সবমিলিয়ে ৯-০ গোলে ফিলিপাইনকে উড়িয়ে দিয়েছে জিম-সিটুলরা।
আর এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ।
- রিফাত হত্যা : ৫ দিনের রিমান্ডে মিন্নি
- বন্যা পরিস্থিতি : গাইবান্ধায় তলিয়ে গেছে রেললাইন, যোগাযোগ বিচ্ছিন্ন
- রপ্তানির তালিকায় যুক্ত হচ্ছে সুপারিগাছের খোলে তৈরি প্লেট-বাটি
১৮ জুলাই গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বিশ্ব ইনডোর র্যাংকিং-এর ২৯তম দল স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।