আগামী ৫ সেপ্টেম্বর কাতার-২০২২ বিশ্বকাপ ফুটবলের এশিয়ান বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু হবে। গ্রুপের ৫ নম্বর দল থাকলে প্রথম দিনই ম্যাচ খেলতে হতো বাংলাদেশকে। তবে বাংলাদেশের ম্যাচ দ্বিতীয় দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর।
জানা যায়, ফিকশ্চারও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
১০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে প্রতিপক্ষ আফগানিস্তানের মাঠে। দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ বাংলাদেশের ভারতের বিরুদ্ধে। চির প্রতিদ্বন্দ্বি দলটির বিরুদ্ধে বাংলাদেশ প্রথম খেলবে অ্যাওয়ে ম্যাচ ১৫ অক্টোবর।
ওমানের বিরুদ্ধে বাংলাদেশের চতুর্থ ম্যাচ। মধ্যপ্রাচ্যের এ দেশটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ১৪ নভেম্বর। ফিরতি লেগের প্রথম খেলা আগামী বছর ২৬ মার্চ ঢাকায় আফগানিস্তানের বিরুদ্ধে। ৩১ মার্চ কাতার গিয়ে খেলবে বাংলাদেশ।
ভারত ঢাকায় এসে খেলবে আগামী বছর ৪ জুন। ৯ জুন ঢাকায় ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপ পর্ব। পরের রাউন্ডে উঠতে না পারলে ওটাই হবে কাতার বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশের শেষ ম্যাচ।
৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও সব গ্রুপ মিলিয়ে সেরা ৪ টি রানার্সআপ-এই ১২ দল উঠবে বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে। সেখানে ১২ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
এ পর্বটিই হবে বিশ্বকাপ বাছাইয়ের এশিয়ার দল নির্ধারণী পর্ব। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ চার দল সরাসরি উঠবে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আরেকটি দল উঠবে ওশেনিয়া অঞ্চলের একটি দলের সঙ্গে প্লে-অফ খেলে।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচগুলো
১০.০৯.২০১৯ : আফগানিস্তান-বাংলাদেশ
১০.১০.২০১৯ : বাংলাদেশ-কাতার
১৫.১০.২০১৯ : ভারত-বাংলাদেশ
১৪.১১.২০১৯ : ওমান-বাংলাদেশ
ফিরতি পর্ব
২৬.০৩.২০২০ : বাংলাদেশ-আফগানিস্তান
৩১.০৩.২০২০ : কাতার-বাংলাদেশ
০৪.০৬.২০২০ : বাংলাদেশ-ভারত
০৯.০৬.২০২০ : বাংলাদেশ-ওমান
* বাংলাদেশের নাম প্রথম লেখা ম্যাচগুলো ঢাকায়