অবৈধ বাংলাদেশিরা মালয়েশিয়া থেকে ফিরতে পারবে

প্রবাস ডেস্ক

অবৈধ বাংলাদেশিরা মালয়েশিয়া থেকে ফিরতে পারবে
ফাইল ছবি

মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা প্রবাসীরা নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারবেন। আগামী ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ দেওয়া হবে তাদের।

আজ বৃহস্পতিবার মালয়েশিয়া ইমিগ্রেশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সুযোগের কথা ঘোষণা করেছে।

universel cardiac hospital

ঘোষণায় বলা হয়েছে, অবৈধ অভিবাসী কর্মসূচির (পিএটিআই) অধীনে যারা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) ভঙ্গ করে মালয়েশিয়ায় অবস্থান করছে তাদের স্বেচ্ছায় ফেরত যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

ঘোষণায় আরও বলা হয়, কর্মসূচিটি আগামী ১ আগস্ট শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত চলবে। যেসব বিদেশি মালয়েশিয়ায় বর্তমানে অবৈধ হয়ে পড়েছে তারা ৭০০ রিঙ্গিত জরিমানা দিয়ে এই সুবিধা নিতে পারবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে