জাপানের কিওটোতে একটি অ্যানিমেশন স্টুডিওতে ‘নাশকতার আগুনে’ দগ্ধ হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনতলা বিশিষ্ট একটি ভবনের ওই স্টুডিওতে এ দুর্ঘটনা ঘটে বলে জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
বিবিসি বলছে, পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে- কিওটো অ্যানিমেশন কো স্টুডিওতে এক অজ্ঞাত ব্যক্তি ঢুকে তরল পদার্থ ছিটিয়ে দেওয়ার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা চলছে।
সন্দেহভাজন নাশকতাকারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের পর ওই ভবনের ৩০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এনএইচকে।
পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, এক ব্যক্তি ওই স্টুডিওতে ঢুকে তরল পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে চাকুও উদ্ধার করা হয়েছে।