ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার সুনামগঞ্জে ইয়াবাসহ জেলা আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আমিরুল হক এনামসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার অপরজন হলেন ইয়াবা ব্যবসায়ী তাজ আলী।
সোমবার বিকেলে শহরের মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তরফদার তাদের উভয়কে তিন মাসের করে কারাদণ্ড দেন।
জানা গেছে, সোমবার বিকেলে আইনজীবী আমিরুল হক এনাম শহরের মোহাম্মদপুরের নিজ বাসায় ইয়াবা সেবন করছিলেন।
এ সময় স্থানীয়রা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে বিষয়টি জানালে অধিদফতরের সশ্লিষ্টরা এসে তাদের হাতেনাতে গ্রেফতার করে। পরে আইনজীবী এনামের ঘর তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করা হয়।
পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে তিন মাসের করে কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সাজিদুল হাসান, উপ-পরিদর্শক রবিউল্লাহ প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আমিরুল হক এনামকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আইনজীবী সমিতির জন্য দুঃখজনক।