ফোনে আগুন ধরলে করণীয়

ডেস্ক রিপোর্ট

ব্যাটারি বিস্ফোরণের ফলে অনেক সময়ই ফোনে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন নেভাতে একেকজন একেক কৌশল বেছে নেন। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায়, ফোন মেরামতের সময় রিপেয়ার সেন্টারের এক কর্মী আইফোন ৫এসের ফুলে যাওয়া ব্যাটারি খোলার সময় ভুল করে তা পাঞ্চার করে দেন। এতে ফোনটিতে আগুন ধরে যায়। এরপর আগুন নেভাতে পায়ে থাকা জুতা দিয়ে ফোনটিতে পাড়া দিতে থাকেন। ভাগ্য ভালো থাকায় তার কোনো ক্ষতি হয়নি। তবে তিনি যা করেছেন তা বোকামি ছাড়া আর কিছুই নয়।

universel cardiac hospital

কারণ আগুনে পুড়ে যাওয়ার সময় ফোনের ব্যাটারির তাপমাত্রা থাকে ৬০০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা জুতাও পুড়িয়ে ফেলতে পারে।

আগুন নেভাতে কোনোভাবেই ফোনে পা দেওয়া যাবে না। জলন্ত ফোন কম্বল দিয়ে ঢেকে রাখাও উচিত না। এতে আরও বড় বিস্ফোরণ ঘটতে পারে। আগুন নেভানোর সময় খুব কম পরিমাণে পানি দেওয়া যাবে না। এতে হীতে বিপরীত হবে। পানি দিয়ে আগুন নেভাতে চাইলে ঠাণ্ডা পানি ঢালতে হবে।

ফোনের আশেপাশে কোনো আসবাব থাকলে ফোনটি পুড়ে ঝাঁজরা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না।

আগুন নেভাতে প্রথমেই মেটাল কোনো বস্তু দিয়ে ফোনটি ঠেলে কংক্রিটের মেঝেতে নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণ বালি ও অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে