আগামী ২৬ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) এসএম আকবর হোছাইন।
তিনি জানান, সভায় বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৬ থেকে ৩১ অক্টাবর অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত তথ্য পরে জানানা হবে।
- রাজধানীর মোহাম্মদপুরে গ্যাংস্টার গ্রুপের ২২ সদস্য গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর
- ইবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদর ডিন অধ্যাপক ড. এএফএম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান প্রমুখ।