সামরিক শক্তিতে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের চেয়ে ইরান এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি গ্রুপের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি এক্সপ্রেস’।
প্রতিবেদনে পত্রিকাটি দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক একটি চিত্র তুলে ধরেছে। সেখানে দেখা যায়, বিভিন্নি ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনী ব্রিটিশ বাহিনীর চেয়ে শক্তিশালী।
গতকাল শনিবারের প্রতিবেদনে পত্রিকাটি জানায়, দুই দেশের সামরিক শক্তির তুলনা করলে দেখা যাচ্ছে, সেনাসংখ্যা, ভূমি, নৌশক্তি ও জ্বালানি শক্তির বিচারে যুক্তরাজ্য ইরানের চেয়ে পিছিয়ে রয়েছে।
- আরও পড়ুন >> টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পত্রিকার প্রতিবেদনে বলা হয়, যেসব সাধারণ মানদণ্ডের ভিত্তিতে সম্ভাব্য সামরিক শক্তি তুলনা করা হয় তার বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটেনের চেয়ে ইরান ভালো অবস্থানে আছে।
ডেইলি এক্সপ্রেস জানায়, সেনাসংখ্যা, কম্ব্যাট ট্যাংক, নৌ ও গোলন্দাজ সম্পদের দিক দিয়ে ইরান এগিয়ে। এছাড়া, ইরানের হাতে রয়েছে প্রায় চার কোটি জনশক্তি যারা যুদ্ধ করতে সক্ষম যা ব্রিটেনের যুদ্ধ-সক্ষম জনশক্তির চেয়ে প্রায় দ্বিগুণ।